মহম্মদপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনার এই মহা দূর্যোগে মাগুরার মহম্মদপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বি.এন.পি’র সহ ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক এবং কেন্দ্রিয় মহিলা দলের সহ-সভাপতি সাবেক এম.পি, এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। শুক্রবার দুপুরে উপজেলা সদরে নিজ বাড়ীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে জানা যায়, করোনার এই মহা দূর্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় ১শ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক এম.পি, এ্যাড. নেওয়াজ হালিমা আরলী ও তার শ্রদ্ধেয় পিতা আর এস কে এইচ ইনিস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার উদ্দীন আহমেদ। এ সময় পরিবারের সদস্য মহম্মদপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মেজবাহ উদ্দীন আহমেদ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ্যাড. নেওয়াজ হালিমা আরলী বলেন, পূর্বের থেকেই পারিবারিকভাবে এলাকার দুস্ত অসহায় মানুষকে প্রতি শুক্রবার খাওয়ানো হতো। করোনার জন্য আমাদের সেই পূর্বের নীতি বন্ধ করে, এখন প্রতি মাসে একবার এলাকার দুস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।