কোটি টাকা মূল্যের ৩টি প্রাচীন মুদ্রা ও ফেন্সিডিলসহ আটক ১

জয়পুরহাটে প্রায় ১কোটি টাকা মূল্যের ৩টি প্রাচীন মুদ্রা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ সেলিমকে আটক করেছে র‌্যাব।

রবিবার মধ্যরাতে নওগাঁ জেলার সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সেলিম নওগাঁ জেলার সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রা

আরও পড়ুন:
করোনা সংক্রমণে বিশ্বে ১৫তম স্থানে বাংলাদেশ
বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়াল
বারবার আস্থা রাখায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী

উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রা

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সেলিমকে প্রাক বৃটিশ আমলের ১টি মুদ্রা যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা, বৃটিশ আমলের একটি মুদ্রা যার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা, পাকিস্তান আমলের একটি মুদ্রা যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার  টাকা ও ১৯৪ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ নেশা ও এসকল অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।

২৩ আগস্ট, ২০২০ at ১৭:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/তআ