যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্ববধায়কসহ ৫ কর্মকর্তা গ্রেফতার

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোর হত্যা ও  ১৫জন আহতের ঘটনায় সংশ্লিষ্ঠতা পাওয়ায় কেন্দ্রর তত্ত্বাবধায়কসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পর রাতেই তাদের গ্রেফতার দেখানো হয়। তারা  হলেন- তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত¡বধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক ।
 পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার ব্যাপারে শুক্রবার কোতয়ালি থানায় মামলা  করেন  নিহত বন্দি কিশোর পারভেজ হাসান রাব্রর (১৮) পিতা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।  তবে তাতে কারো নাম উল্লেখ করা হয়নি।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রর তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ  আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে।