যশোরে নানা আয়োজনে শোক দিবস পালন শুরু

যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন শুরু হয়েছে। আজ বিকালে শহরের দড়াটানায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের মধ্যদিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শোকের কর্মসূচি শুরু করেন। তারপর বারান্দী মোল্লাপাড়ায়, বেজপাড়া মেইন, খড়কি জেবির মোড় ও রেলস্টেশনে দুঃস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন। সন্ধ্যায় তিনি শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।

এসব কর্মসূচিতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি।

সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য কেরামত আলী, শহর আওয়ামী লীগনেতা লুৎফুল কবীর বিজু, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, মহিলা আওয়ামী লীগনেত্রী আফরোজা মিমি ও হাজেরা পারভীন।

দড়াটানা রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিফাতুজ্জামান রিফাত, কায়েস আহমেদ রিমু, জাকির হোসেন জুম্মান প্রমুখ। এখান থেকে ৪৫ ব্যাগ রক্ত দেয়া হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে।

বারান্দী মোল্লাপাড়া খাবার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ছাত্রলীগের সদস্য তসিকুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগ নেতা এস এম আরিফ আহমেদ ও আলিফ মাহমুদ।

শহর ছাত্রলীগ নেতা ওবাইদুল ইসলাম রাকিবের আয়োজনে বেজপাড়া মেইনরোড়ে সামনে খাবার বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শিশির কুমার খান, মোমিনুল ইসলাম আকাশ, অমিত কুমার প্রমুখ।

খড়কির মোড়ে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ তৌফিক রাব্বী বর্ষণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান, জাকির হোসেন মুন্না, আশিকুর রহমান চঞ্চল ও আনোয়ার কবির বাবু।

রেলস্টেশনে জেলা স্বেচ্ছাসেবকলীগের খাবার বিতরণে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আসাদুজ্জামান মিঠু। সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির ও সদরের আহবায়ক মফিজুর রহমান ডাবলু।

সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোমবাতি প্রজ্জ্বলন করে। সংগঠনের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা সহ-সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক মীর আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক অজয় সিংহ রায়, উপ-তথ্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু মুর‌্যালে মানুষের ঢল নামে।

দেশদর্পণ/আক/কেআর/এমএএস