কুড়িয়ে পাওয়া নবজাতক জিম্মায় নিল এক নিঃসন্তান দম্পতি

যশোরের শার্শার বাগআঁচড়ায় রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করার পর বিকেলে তাকে এক নিঃসন্তান দম্পত্তির জিম্মায় দেওয়া হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তালেব বলেন, বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে আব্দুর রাজ্জাকের মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনা বাগঁআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ( তদন্ত) উত্তম কুমার বিশ্বাসকে জানানো হয়েছে।

চেয়ারম্যান আরো বকুল বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত সহিদুলের হেফাজতে রাখা হয়েছে। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ও সমাজ সেবা অফিসার আব্দুল ওহাবের উপস্থিতিতে নবজাতকটিক আলী কদর ও রুবিনা খাতুন নামে এক নিঃসন্তান দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে।

দেশদর্পণ/আক/এমএস/এমএএস