ঝিনাইদহ সদর হাসপাতালে জাহেদী ফাউন্ডেশনের মেসিন প্রদান

ঝিনাইদহে করোনা মোকাবেলায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল মেসিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সদর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সেসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা.রাশেদা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, সিভিল সার্জন ডা.সেলিনা বেগম।

আরও পড়ুন:
ব্যক্তি অপরাধের দায় সমগ্র পুলিশ বাহিনীর উপর চাপানো হচ্ছে
রুশ ভ্যাকসিন অর্ডার করেছে ভারতসহ ২০ দেশ
বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং জাহেদী ফাউন্ডেশনের তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে সদর হাসপাতালে কোভিড-১৯ মোকাবেলা ও করোনা রোগিদের সুরক্ষার জন্য একটি হাইফ্লো ন্যাজাল মেসিন স্থাপন করা হয়।

দেশদর্পণ/আক/কেএল/এমএএস