যশোরের আবরপুর ইউনিয়নে শোক দিবস পালনের প্রস্ততি সভা

আগামী ১৫ আগাস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বড় বালিয়া ভেকুটিয়া বাজারে আওয়ামী লীগ অফিসে এই প্রস্তুতি সভা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু।

আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মীর আরশেদ আলী রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন খান,।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুকুল, সাবেক সভাপতি দুলাল কুমার, আওয়ামী লীগনেতা মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার।

আবরবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ বাবু, যুগ্ম-আহবায়ক মীর ফিরোজ হাসান, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সরদার, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক লিয়াকত আলী, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উজ্জ্বল হোসেন, যুগ্ম-আহবায়ক মিন্টু খন্দকার, ইউপি সদস্য শওকত আলী, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন ও যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত।

প্রস্তুতি সভা থেকে আরবপুর ইউনিয়নের সব মসজিদ ও মন্দিরে শোক দিবসের দোয়া মাহফিল ও ১২টি পয়েন্টে দুঃস্থদের খাবার বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

দেশদর্পণ/আক/এএইচএম/এমএএস