খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি বিভাগকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে: কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

রোনার মতো মহামারি ভাইরাস আর বন্যার কারণে খাদ্য উৎপাদনের গতি ধরে রাখতে বর্তমান সরকার কৃষি বিভাগকে বেশি গুরুত্ব দিচ্ছে। যে কোনো দূর্যোগ মোকাবেলায় দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্নতা ধরে রাখতে প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণ ও সাম্প্রতি বন্যায় নিমর্জিত ফসলের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে করণীয় সম্পর্কে রাণীনগর উপজেলার চাষীদের সাথে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) মো. আব্দুল কাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিমপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মাঠে রাণীনগর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আতিরিক্ত পরিচালক সুধেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব আসাদুজ্জামান, মো. কবির আহমেদ উপ-পরিচালক কুষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা, মো. আলিমুদ্দীন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাজশাহী, হাসানুজ্জামন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা চাঁপাই নবাবগঞ্জ, মো. শামসুল ওদুদ উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ, আল-মামুন উপজেলা নির্বাহী অফিসার, ও কৃষি অফিসার শহিদুল ইসলাম।