যবিপ্রবির ল্যাবে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, যশোরের ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের, মাগুরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের, নড়াইলের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

আরও পড়ুন :
স্বাস্থ্যকর হজমক্রিয়ায় সকালে ৫ খাবার
কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কতটা?
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা পজিটিভ এবং ২০৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

১১ আগস্ট, ২০২০ at ১০:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর