বাসের চাপায় পিষ্ট হয়ে এক দিনমজুর নিহত

১০ আগস্ট বেলা সোমবার ১১ টার সয়ম ঝিনাইদহের কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কের মেসার্স লিমা ফিলিং স্টেশনের পাশে ঝিনাইদহ জেলার শেষ সিমানা জোড়া মাইল নামকস্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন পরিবহন ( যাত্রী বাহী বাস) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃত গোলাম মন্ডলের ছেলে মোলি মন্ডল (৬০)কে চাপা দেয়।

এঘটনায় মোলি মন্ডল ঘটনাস্থলে নিহত হয়েছে। খবর পেয়ে মহেশপুর এবং জীবননগর থানা পুলিশ ঘটনাস্থ উপস্থিত হয়েছে। মহা-সড়কের এরিয়া স্থানটি ঝিনাইদহ জেলা সিমানায় মধ্যে পড়ায় লাশটি মহেশপুর পুলিশ উদ্ধার করে ঝিনাদহের মর্গে পাঠিয়েছে।

প্রতাক্ষদর্শিরা জানান মোলি মন্ডল রাস্তার পাশের জমিতে কাজ করছিল। এবং ঐ সময় সে রাস্তার পাশে বসে ভাত খাচ্ছিল, এমতাবস্থায় কালিগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন পরিবহন একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে তাকে চাপা দেয়। এতেই সে ঘটনাস্থলে রাস্তায় পিষ্ট হয়ে যায়।

নিহতের শরীরের মাথা থেকে বুক পর্যন্ত সমস্ত অংশ একেবারে ছিন্ন বিন্ন হয়ে পিষে গেছে, তার চেনার মত কোন আকৃতি নেই। এই রাস্তায় মাঝেমধ্যে এমন তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই করুণ মৃত্যুতে চারিদিকে মৃত্যুর আহাজারিতে ভরে যায় ।

দেশদর্পণ/আক/সক/এমএআর