মাস্ক বিতরণের মধ্য দিয়ে সিপিবির প্রচার অভিযান শুরু

‘সচেতন হও, মানুষ বাঁচাও’ এই শ্লোগান সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার অভিযান শুরু করেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে দুইশতাধিক মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, করোনা মহামারি মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

তারা জনসাধারণে উদ্দেশ্যে বলেন, বর্তমান অগণতান্ত্রিক, ব্যর্থ সরকারের বিরুদ্ধে সংগ্রাম জোড়দার করার পাশাপাশি নিজেদের রক্ষা করতে ও মানুষকে বাঁচাতে সচেতন হতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে।

দেশদর্পণ/আক/সক/এমএআর