করোনাকালে অন্য কাজ খুঁজছেন বিগ বি!

কাজের খিদে কী, তা বোধহয় নিজের ক্যারিয়ারে পদে পদে প্রমাণ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনেতা শুটিংয়ে ফেরার জন্য ব্যাকুল।

তবে বাদ সেধেছে করোনা এবং তা সংক্রান্ত বিধিনিষেধ। গত সপ্তাহেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিনিয়র বচ্চন। থেমে নেই তার ব্লগ লেখা, ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা।

করোনার কারণে টেলিভিশন ও ছবিতে কাজ করা যে শিল্পীদের বয়স ৬৫ বছর ও তার ঊর্ধ্বে, তাদের শুটিংয়ে নিষেধ আরোপ করেছিল মহারাষ্ট্র সরকার। তবে গত শুক্রবার মুম্বাই হাইকোর্ট সেই নিষেধ ‘বৈষম্যমূলক’ বলে তা খারিজ করে দেয়।

আরও পড়ুন :
স্বাস্থ্যকর হজমক্রিয়ায় সকালে ৫ খাবার
কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কতটা?
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

সেই প্রসঙ্গে ব্লগে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অমিতাভ। লিখেছেন, ‘আমার বয়স ৭৮। আর আমার পেশায় যে বিধিনিষেধ রয়েছে, তাতে ইন্ডাস্ট্রির সিনিয়র শিল্পীরা এখন ‘প্যাকারস’-এর দলে।’

অমিতাভের যুক্তি, সিনিয়র শিল্পীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। কিন্তু আইন বলবৎ হতে খানিকটা সময় লাগে। সেই অন্তর্বর্তী সময়টুকুর জন্য অনুরাগীদের কাছে তার প্রস্তাব, ‘আমার জন্য অন্য কোনও কাজ আছে নাকি?’

১০ আগস্ট, ২০২০ at ১১:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর