কারাগার থেকে উধাও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা থেকে কারাগারের ভেতরে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েদির নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়। সুত্র জানায়, সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে আবু বক্কর সিদ্দিককে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক এ কারাগারে বন্দি ছিলেন।

এর আগে ২০১২ সালেও একবার কারাগারের ভেতর লুকিয়ে ছিলেন ওই আসামি। পরে খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যায়। আবু বক্কর সিদ্দিককে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত। তবে শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।