রাণীশংকৈলে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে গত ৬ আগস্ট বৃহস্পতিবার বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ( ৩৭) পিতা সিরাজুল ইসলাম গ্রাম ভরনিয়া সম্পদবাড়ি।

তিনি দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক তথ্যমতে- বাদী পক্ষের আহতরা হলেন, সম্পদবাড়ি গ্রামের সাদের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৬), মজিবর রহমানের ছেলে আব্দুর রহিম, (২৮), সাদের মোহামদ্দের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবর রহমানের ছেলে করিমুল (৩০), আব্বাস আলীর স্ত্রী বিজলী (৩৮), গোলাম রব্বানীর স্ত্রী সাবিনা (৩৫), ও আহম্মদ আলীর ছেলে মানেরুল (২৮)। এরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুশা মাস্টার এ দু’পক্ষের মধ্যে বসতবাড়ির ৮ শতাংশ জমিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে ৬ আগস্ট রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ঐদিনেই সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২)কে গ্রেফতার করেছে।

বাকী আসামিদের মধ্যে ৮ জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর ৫ জন আসামী পলাতক। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।