বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৫৮ হাজার ছাড়াল

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৫৮ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন। এ ছাড়া বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৯১৪ জন। অপরদিকে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ২ হাজার ৫৮২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪৯ হাজার ৩২৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৩৪ জন মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৪ লাখ ৮৩ হাজার ১৯১ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৮৭ হাজার ৫৩৯ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দ.এশিয়ার দেশ ভারতে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৩ হাজার ১৫৬ জন। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। সেখানে করোনায় মারা গেছেন ৩৩ হাজার ৪২৫ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ২২ হাজার ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১৩ হাজার ৪৮৩ জন।

আক্রান্তের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৭৬১ জন। তবে মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান ১৭তম। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ২৫৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।