ভারতে রেকর্ড সংক্রমণ, দুইদিনে প্রায় ১ লাখ মানুষ আক্রান্ত

ভারতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে ১৪ লাখ ছাড়িয়েছে।  গত দু’দিনে প্রায় এক লক্ষ বেড়েছে আক্রান্তের সংখ্যা।

গেল সাতদিনের আক্রান্তের সংখ্যার হিসেব করলে দেখা যায়, ২০ জুলাই ১১ লাখ, ২৩ জুলাই ১২ লাখ, ২৫ জুলাই ১৩ লাখ, ২৭ জুলাই ১৪ লাখ এভাবে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৯৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন :
স্বাস্থ্যকর হজমক্রিয়ায় সকালে ৫ খাবার
কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কতটা?
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ১৪ লক্ষ ৩৭ হাজার ৯৭৬।গেল ২৪ ঘন্টায় পরীক্ষাও হয়েছে রেকর্ড সংখ্যাক। ভারতে একদিনে ৫ লক্ষ ১৫ হাজার ৪৭২ জনের করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ৬৮ লাখ।

তবে এতকিছুর পর আশার বার্তা হলো এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন নয় লাখের বেশি মানুষ।

জুলাই ২৭, ২০২০ at ১৪:৩৩:১৬ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর