অ্যামব্রোসের ২৬ বছর পর কেমার রোচ

কার্টলি অ্যামব্রোসের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ।

অ্যামব্রোস এই কীর্তি গড়েছিলেন ১৯৯৪ সালে। মাঝে কেটে গেছে ২৬ বছর। এই সময়ে আর কোনো ক্যারিবিয়ানই পারেননি। অবশেষে যে না পারার হাহাকার ঘুচালেন রোচ।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন ডানহাতি পেসার রোচ এই কীর্তি গড়েন। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৯১তম ওভারে ক্রিস উকসকে ফেরানোর মধ্য দিয়ে টেস্ট উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ হয় ৩২ বছর বয়সী তারকার। ক্যারিয়ারের ৫৯তম টেস্ট খেলছেন তিনি।

আরও পড়ুন :
স্বাস্থ্যকর হজমক্রিয়ায় সকালে ৫ খাবার
কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি কতটা?
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

সব মিলে নবম ক্যারিবীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের কীর্তি হলো রোচের। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে সবচেয়ে সফল বোলার কোর্টনি ওয়ালশ। ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নিয়েছেন তিনি। এরপরের অবস্থানে থাকা অ্যামব্রোসের উইকেট সংখ্যা ৪০৫টি।

জুলাই ২৬, ২০২০ at ১২:১৫:১৬ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর