স্বর্ণের দামে রেকর্ড

দেশের ইতিহাসে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। শুক্রবার থেকে যা কার্যকর হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানায়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশের বুলিয়ন মার্কেটে বাড়ছে সোনার দর। তাই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ জুন দেশের বাজারে যখন সোনার দাম বাড়ানো হয়েছিল তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৬৯ মার্কিন ডলার। বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় সেই দাম উঠেছে ১ হাজার ৮৮৯ ডলার

২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানো হয়েছিল। শুক্রবার ভরিতে বাড়বে ২ হাজার ৯১৬ টাকা। তাতে এক মাসেই সোনার দাম ভরিতে বাড়ল ৮ হাজার ৭৪১ টাকা। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণ কিনতে হবে ৬৯ হাজার ৬৩৪, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরি কিনতে লাগবে ৫০ হাজার ৫৬০ টাকা।

জুলাই ২৪, ২০২০ at ১৩:০৪:১৬ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর