ডিমলায় অদম্য পাঠশালায় কর্নেল তাহেরর ফাঁসি দিবস পালিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নীলফামারী জেলা শাখার উদ্যোগে কর্নেল তাহেরের ৪৪তম ফাঁসি দিবস স্মরণে ডিমলা সুন্দরখাতায় ঠাকুরের স্কুলে বৃহস্পতিবার সকাল ১০ টায় চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি সহ আলোচনায় সভায় আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্ব স্মরণ সভায় উপস্থিত বাসদ নীলফামারী জেলা শাখার সমন্বয়ক কমরেড ইউনুছ আলী, বাসদ বালাপাড়া ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম, বাসদ সদস্য পরিমল রায়, ছাত্র ফ্রন্ট, ডিমলা উপজেলার সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি কল্যান রায়, মহেন রায় প্রমূখ।

বক্তারা বলেন, কর্নেল আবু তাহের বীরউত্তম স্বাধীন বাংলাদের ইতিহাসের অন্যন্য এক নাম। ব্রিটিশ বিরোধী আন্দোলেনর হাসিমুখে ফাঁসিকাঠে গিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। কর্নেল তাহেরকে বলা হয় বাংলার ক্ষুদিরাম। মেহেনতি মানুষের মুক্তির জন্য হাসতে হাসে ফাঁসিকাঠে গিয়েছিলেন আকুতোভয় বিপ্লবী সমাজতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি।

আলোচনা শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, অদম্য পাঠশালার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

দেশদর্পণ/আক/এমএআর/এমএআর