ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা মৎস দপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তি করেছে।

২২ জুলাই (বুধবার) দুপুরে মৎস্য চাষী ও সুবিধাভোগীদের মাঝে পোনা বিতরণ ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের একটি পুকুরে মাছের পোনা অবমুক্তিরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার এসপি সার্কেল লুৎফর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান, অধ্যক্ষ আমিনুর ইসলাম রিজু, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) রায়হান উদ্দিন সরদারসহ আর অনেকে।

এ সময় পুকুরে ২০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্তিকরণ করা হয়। এছাড়াও উপজেলায় ১২০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

দেশদর্পণ/আক/এমএআর/এমএআর