কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামী আবুল কাশেম অরফে কাসু (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বুধবার (২২ জুলাই) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান। মৃত আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।

সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, আবুল কাশেম বুধবার ভোরে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যায়।

তিনি আরো বলেন, মৃত আবুল কাশেম হত্যা মামলা আসামী ছিলেন। তার হাজতী নাম্বার ১৫৩২/১৮, শাহজাদপুর থানার মামলা নম্বর-১৫/১৮, আইন প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফয়সাল আহমেদ জানান, আজ ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো বলেন, শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।