নদী দূষণ রোধে সর্বোস্তরের জনগণের সম্মিলিত মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পৌরসভার সকল ময়লা ফেলা হচ্ছে দীর্ঘদিন যাবৎ তিতাস নদীর পাড়ে, যার কারণে নষ্ট হচ্ছে তিতাস ও বুড়ি নদী।
জনস্বাধারণের সম্মিলিত উদ্যোগে রবিবার (১৯ জুলাই) নদী দূষণ রোধে ব্যানার ফেস্টুন হাতে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ মাঝিকাড়া ব্রীজের পাশে তিতাস নদীর শাখা  বুড়িনদীর তীরে পৌরসভার সমস্ত বজ্র ফেলা হচ্ছে, যার কারণে দূষিত হচ্ছে নদীর পানি, ফসলি আবাদ চরম হুমকির মুখে পড়ছে।
নবীনগর পৌরসভায় একটি অন্তত ডাম্মিং স্টেশন নেই, দীর্ঘদিন যাবত লেখালেখি ও প্রতিবাদের পরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননী।
পুলিশি পাহারায় শান্তিপূর্ণ ভাবে  সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানব বন্ধন কার্য সম্পন্ন হয়েছে এবং আন্দোলনকারীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে, মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক বিতরণ করে এই মানব বন্ধন সম্পন্ন করেছেন।