লোহাগড়ায় ১২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে ১২শত পিস ইয়াবা সহ ডিবি পুলিশ মনিরুল মোল্যা রাজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের রবিউল মোল্যার ছেলে মনিরুল মোল্যা রাজ কক্সবাজার থেকে ১২শত পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ প্রক্রিয়ায় পেটের ভেতরে বহন করে নিয়ে আসছিলেন।

আরও পড়ুন :
করোনা প্রতিরোধে ‘ইমিউনিটি পিঠা’
এই সময় কাঁঠাল খাওয়া কেন জরুরি?
করোনার ভয়ে হাঁচি আটকে রাখছেন, হতে পারে মৃত্যুর কারণ!
আনারসের যত স্বাস্থ্য উপকারিতা
গোসলের পানিতে পাতাটি মেশালেই সর্দি-জ্বর ও সংক্রমণের ঝুঁকি কমবে!

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস,আই মিল্টন কুমার দেবদাস এর নেতৃত্বে একদল ডিবি দল (গোয়েন্দা পুলিশ) মনিরুল মোল্যা রাজ(৩৫) কে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পেটের মধ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় কালো টেপ দিয়ে প্যাচানো ২৪টি কালোজামের মত ট্যাবলেট বের করে পুলিশ। ওই কালোজামের মত ট্যাবলেটের মধ্যে ১২ শত পিস ইয়াবা ট্যাবলেট লোকানো অবস্থায় পাওয়া যায়।

নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম জানান, গ্রেফতারকৃত মনিরুল মোল্যা রাজ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জুলাই ১২, ২০২০ at ১৩:০৯:১৬ (GMT+06)
দেশদর্পণ/আক/এএ/এমএআর