করোনায় লকডাউন করা ২০ বাড়ীতে খাবার পৌঁছে দিলেন চেয়ারম্যান এনামুল হক

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা পলাশ রায়ের বাড়ী সহ ২০ বাড়ী ফলমুল ও খাবার পৌছে দিয়েছেন চেয়ারম্যান এনামুল হক।

পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে করোনা আক্রান্ত লকডাউনে থাকা ব্যাংক কর্মকর্তা পলাশ রায়ের বাড়ী সহ ২০ বাড়ীর খবর নিতে ফলমুল ও খাবার নিয়ে হাজির হন চেয়ারম্যান এনামুল হক।

গত কয়েকদিন পূর্বে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাংকার পলাশ রায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্ট পজেটিভ ধরা পড়ায় গত সোমবার চেয়ারম্যান এনামুল হকের নেতৃত্বে তার বাড়ীসহ ২০ বাড়ী লকডাউন ঘোষণা করা হয়। মঙ্গলবার চেয়ারম্যান এনামুল হক পলাশ রায়কে দেখতে যান। একই সাথে তার আশপাশের ২০ বাড়ীতে লকডাউনের আওতায় বন্ধি মানুষের মাঝে ফলমুল, ঔষধ, চাল, ডাল, তরি-তরকারি পৌছে দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, ঠাকুর দাস সরদার, সিদ্দিক শিকারী, গ্রামপুলিশ গোবিন্দ মন্ডল, আবুল হোসেন, ইউসুফ, প্রবীর, নজরুল, মোস্তফা, কমল ও বিশ্বজিত।

দেশদর্পণ/আক/ভক/এমএআর