জাবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটির সভাপতি কাদের, সম্পাদক আসাদ

নতুন নামে রোটারি ইন্টারন্যাশনালে নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সংগঠনটির নতুন চার্টার সভাপতি মোঃ আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৪ তম ব্যাচের মোঃ আব্দুল কাদেরকে চার্টার সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৫ তম ব্যাচের আসাদুল্লাহ আল গালিবকে সাধারণ সম্পাদক করে রোটার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটারি ইন্টারন্যাশনালে নিবন্ধিত হয়েছে।

গত ১ জুলাই ৪০ সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।

এছাড়াও কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মুজাহিদুল ইসলাম ফুয়াদ এবং মোঃ আবু সাঈদ, কোষাধ্যক্ষ হিসেবে সাদিকুল ইসলাম, সহ-সভাপতি পদে ফয়সাল মনোয়ার এবং হামিমুল ইসলাম প্রান্ত নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, কমিটির উপদেষ্টামন্ডলীতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার এবং রোটারিয়ান মাহমুদা মাহবুব রুমা।

আব্দুল কাদের বলেন, ১৯৯২ সালে রোটার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর যাত্রা শুরু করে। রোটার‌্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন থেকে রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশের নির্দেশনায় সদস্যদের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কমকান্ডে অংশগ্রহন করে থাকবে।

দেশদর্পণ/আক/ভক/এমএআর