রায়পুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

রায়পুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার সাংবাদিকদের সংগঠন রায়পুর রিপোর্টার ইউনিটির সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১১ টা দিকে রায়পুর থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিল নেতৃবৃন্দের সাথে রায়পুর পৌরসভা সহ পুরো উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

এছাড়া মাদক, চুরি, ছিনতাই, সামজিক অবক্ষয় ও কিশোর গ্যাং বন্ধে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,সহ-সভাপতি মহিউদ্দিন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব আল মাজেদ, সমাজ সেবা সম্পাদক আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন, ক্রিয়া বিষয়ক সম্পাদক ভূঁইয়া মামুন,সদস্য আকতার হোসেন খাঁন, এম এম জাকির হোসাইন, মাহমুদ সানি, ফরহাদ ভূঁইয়া,আকিব ইমরান, মোঃ শরীফ হোসেন সর্দার এবং ও অন্যান্য সদস্যরা।

সৌজন্য সাক্ষাতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল কাজ করার জন্য সাংবাদিক বৃন্দের কাছে যেই কোন অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে সহযোগী করার জন্য বলেন। এছাড়া তিনিও সাংবাদিকদের কাজ করার সুবিদার্থে যেই কোন বিষয়ে সহযোগী করার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সাধুবাদ জানান।

গত ১ লা জুলাই লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা) অফিসের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রায়পুর থানায় মোঃ আব্দুল জলিল কে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি সর্বশেষ বান্দরবান সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।

দেশদর্পণ/আক/ভক/এমএআর