পাইকগাছায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত

পাইকগাছায় ব্যাংক কর্মকর্তা ও হাসপাতাল কর্মচারী সহ আরো ৭ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪৬।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার ও করোনা মুখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের পিসিআর ল্যাবে এলাকার ৭ ব্যক্তির নমুনায় কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

এরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আক্তারুজ্জামান (৪৮), কম্পিউটার অপারেটর মাসুরুজ্জামান (৪৭), হরিখালীর বাসিন্দা সোনালী ব্যাংক কর্মকর্তা পলাশ কান্তি রায় (৩৫), মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার (৫০), সরল গ্রামের সোহাগ (২৭), ভিলেজ পাইকগাছা গ্রামের নূর ইসলাম (৫০) ও কপিলমুনি এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাস (৪৮)।

গত ১ জুন থেকে স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সূত্র অনুযায়ী এ পর্যন্ত এলাকায় ৪৬ জনের মধ্যে করোনা সনাক্ত হয়েছে। এদিকে একই সময়ের মধ্যে এ পর্যন্ত ১৩জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।