রায়পুর থানার নতুন ওসি আবদুল জলিল

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো.আবদুল জলিলকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১জুলাই) জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান ( পিপিএম-সেবা ) অফিসের এক আদেশে রায়পুর থানার ওসি হিসেবে আবদুল জলিলকে পদায়ন করেন।

শনিবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিবেন। এদিকে নবাগত ওসি মো. আবদুল জলিল সর্বশেষ বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছিলেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর, রায়পুর উপজেলা, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন :
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, বিশ্বজুড়ে মহামারির শঙ্কা
চিনি পরিহারে মিলবে আশ্চর্য পাঁচ উপকার!
এই সময় কাঁঠাল খাওয়া কেন জরুরি?

নবাগত ওসি মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি রায়পুরকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবেন।

জুলাই ০৩, ২০২০ at ১৩:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএকে/এমএআর