৫ শতাধিক নন-এমপিও শিক্ষক ও কর্মচারী পেলেন প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অাজ (২ জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কতৃক নন – এমপিও ভূক্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ অাসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অালী অাহমেদ মাসুদ, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা অাওয়ামী লীগের সহ- সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রহিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অালী নূর সহ অারো অনেকেই।

চেক প্রদান অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মাতা প্রয়াত মনোয়ারা জামানের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।