রেকর্ড শনাক্তের দিনে যশোরে করোনা রোগী ৭০০ ছাড়াল

যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার একদিনে রেকর্ড ৬০ জনের করোনা পজিটিভ হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭০২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছে ১৯২ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের মুখপাত্র ড. শিরিন নিগার বৃহস্পতিবার সকালে জানান, যশোরের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শনাক্ত হয়েছে।

আরও পড়ুন :
যশোরেই মিলবে করোনায় গুরুতরদের ভেন্টিলেশন সুবিধা
যশোরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু
স্বাধীন বাংলার ফুটবলার লুৎফর মারা গেছেন
তালিকাভুক্ত হয়েও এমপিওভুক্ত হতে পারেনি যশোরের বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ল্যাবরেটরি থেকে প্রতিবেদন এসেছে। পজিটিভ ৬২ নমুনার মধ্যে দু’টি পুরনো রোগীর। বাকি ৬০ জন নতুন আক্রান্ত। তাদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জুলাই ০২, ২০২০ at ১১:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর