যবিপ্রবির ল্যাবে আরও ৫২ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড.শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন :
ঠাণ্ডা বা ফ্লু থেকে নিস্তার মিলবে এক কোয়া রসুনেই!
মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে গেল ৫ বাড়ি
শিশুর করোনার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ যা করবেন
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
মাস্ক না ফেস শিল্ড, করোনা প্রতিরোধে কোনটি কার্যকর?

তিনি জানান, যশোর জেলার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের ও মাগুরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজিটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

জুন ৩০, ২০২০ at ১০:৪১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর