মধুখালীতে মৎস্য উপকরণ তিরণ

নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের বাস্তবায়নে ফরিদপুরের মধুখালীতে ২০১৯-২০ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরাধীন প্রকল্পের আওতায় এ এল এফ-২ এবং এ এল এফ-৩ এর অনুদানপ্রাপ্ত উপ- প্রকল্পের দুটি সিআইজি মৎস্য সমবায় সমিতির লিঃ মধ্যে এরেটর যন্ত্র ও ব্যাটারী চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ উদ্বোধন করেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.মনিরুল ইসলাম।

আরও পড়ুন :
ঠাণ্ডা বা ফ্লু থেকে নিস্তার মিলবে এক কোয়া রসুনেই!
মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে গেল ৫ বাড়ি
শিশুর করোনার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ যা করবেন
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
মাস্ক না ফেস শিল্ড, করোনা প্রতিরোধে কোনটি কার্যকর?

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা.শিরিন শারমিন খান ,মৎস্য সম্প্রসরন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, মৎস্য সম্প্রসরন প্রকল্প এনএটিপি-২ মো.হাবিবুর রহমান ও মাঠসহকারী মো. আশরাফ উদ্দিন সরদার ও এনএটিপি-২ মো.আলাউদ্দিনসহ প্রমুখ ।

উপজেলার মেগচামী ইউনিয়নের দুটি সিআইজি মৎস্য সমবায় সমিতির লিঃ এর মধ্যে দুটি আধুনিক এরেটর যন্ত্র ও ৮টি ব্যাটারী চালিত ভ্যান সমিতির সদস্যদের হাতে তুলেন দেন অতিথি বৃন্দ। বক্তাগন আধুনিক মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন

জুন ২৮, ২০২০ at ১৪:৩৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এমএআর