যশোরে করোনা রোগী ৫০০ ছাড়াল

যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শনিবার একদিনে ৪৮ জনের করোনা পজিটিভ হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৭ জন। আর সুস্থ হয়েছে ১৫৭ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, জিনোম সেন্টারে শনিবার (২৭ জুন) যশোরের ১২৮ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে ৪৮ জনের, সাতক্ষীরার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

আরও পড়ুন :
যশোরে কঠোর লকডাউন কার্যকরের সিদ্ধান্ত
যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
চারলেন হচ্ছে যশোরের পালবাড়ি-মুড়লি মহাসড়ক

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি ল্যাবের ফলাফলে যশোরে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংক্রমণের ভিত্তিতে যশোরের ২৪টি এলাকায় রেড জোন এবং লকডাউন কার্যকর করা হয়েছে। নতুন আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োজনে একই পদ্ধতি অনুসরণ করা হবে।

জুন ২৭, ২০২০ at ১১:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর