কোটচাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি রৌপ্য উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে অভিযান চালিয়ে ৬ কেজি রৌপ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম।

শুক্রবার (১৯জুন) সকালে উপজেলার বারোমাসা ব্রিজ সংলগ্ন জগনাথপুর মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এস.আই ইউনুস আলী গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জগনাথপুর মোড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ পিছু ধাওয়া করে তাকে ধরতে সক্ষম হয়নি।

এসময় ঝিনাইদহ-ল ১১-২২৯৫ নাম্বারের একটি লাল রঙ্গের এ্যাপাসি আর টি আর মোটরসাইকেলে তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ছিটের মধ্য থেকে ৬ কেজি রৌপ্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত রৌপ্য’র বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা।

এব্যাপারে কোটচাঁদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত নামে মামলা দায়ের করা হয়েছে।