অধিনায়ক শচিনের ব্যর্থতার কারণ তাহলে এই!

ব্যাট হাতে শচিন টেন্ডুলকার ভেঙেছেন অসংখ্য রেকর্ড। সর্বকালের সেরা ব্যাটসম্যানের একজন তিনি। তবে ভারতের অধিনায়ক হিসেবে একেবারেই ফ্লপ ছিলেন ‘লিটল মাস্টার’।

অনেকেই বলেন ব্যাটসম্যান শচিন ‘নেতা’ হিসেবে ভালো নন। এনিয়ে এবার মুখ খুললেন ভারতের কোচ হিসেবে অধিনায়ক শচিনকে খুব কাছ থেকে দেখা মদন লাল।

ভারতের হয়ে ৩৯ টেস্ট ও ৬৭ ওয়ানডে খেলা মদন লাল ১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন :
আক্রান্ত ৮৪ লাখ, মৃত্যু ৪ লাখ ৫৩ হাজার
আইসিসি সভাপতি হওয়ার পথ পরিস্কার সৌরভের
বুধবার পর্যন্ত দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত
৬২ ভাগ মানুষ উচ্চ ঝুঁকিতে
পাকা আম সংরক্ষণের উপায়

১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত শচিন ভরতকে ২৫ টেস্ট ও ৭৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনের টেস্টে ভারতের জয় মাত্র ৪টিতে। ওয়ানডেতে জয় ২৩টি, সাফল্যের হার মাত্র ৩৫.০৭।

মদন লাল বলছেন, ‘এটা মোটেই মানতে পারব না যে শচিন গ্রেট অধিনায়ক নয়। সমস্যা হলো, ও নিজের পারফরম্যান্স নিয়ে এত চিন্তিত ছিল যে পুরো দলের দায়িত্বের ক্ষেত্রে তা সমস্যা হয়ে উঠত। কারণ, অধিনায়ক হিসেবে তো শুধু নিজের পারফরম্যান্স দেখলেই হবে না, বাকি ১০ জনের থেকেও সেরাটা আদায় করে নিতে হবে।’

২০০০ সালের পর জাতীয় দলে আর অধিনায়কত্ব না করলেও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছেন শচিন। কিন্তু শিরোপার দেখা পাননি।

জুন ১৯, ২০২০ at ১৩:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর