চীনের বাজারে বাংলাদেশের ৫ হাজার ১৬১ পণ্য প্রবেশ করবে বিনা শুল্কে

চীনের বাজারে বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা ঘোষণা করা হয়েছে। এর ফলে চীনের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা পেল।

আগামী ১ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে বাংলাদেশকে জানিয়েছে চীন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছেন চীনে নিযুক্ত রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।

আরও পড়ুন :
আক্রান্ত ৮৪ লাখ, মৃত্যু ৪ লাখ ৫৩ হাজার
আইসিসি সভাপতি হওয়ার পথ পরিস্কার সৌরভের
বুধবার পর্যন্ত দেশের কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত
৬২ ভাগ মানুষ উচ্চ ঝুঁকিতে
পাকা আম সংরক্ষণের উপায়

এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ যে অর্থনৈতিক কূটনীতি চালু করেছে, এটা সেদিক থেকে খুব বড় একটা অর্জন। চীন সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটির বাজারে বাংলাদেশ যত পণ্য পাঠাবে তার ৯৭ শতাংশই শুল্ক মুক্ত সুবিধা পাবে। এটাকে এক অর্থে শত ভাগ শুল্কমুক্ত রপ্তানি সুবিধাও বলা যায়। কারণ বাংলাদেশ থেকে যত ধরনের পণ্য চীনে রপ্তানি হয় তার মধ্যে মাত্র তিনটি বাদে সবই বিনা শুল্কে চীনের বাজারে ঢুকতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার মাধ্যমে আরও বড় বড় বাজারে বাংলাদেশের পণ্যের জন্য এ ধরনের সুবিধা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

জুন ১৯, ২০২০ at ১২:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/সক/এমএআর