কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত, দোয়া কামনা

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা থেকে জ্বর ও সর্দি অনুভব করছিলেন তিনি। শনিবার (০৬ জুন) সকালে তিনি নমুনা দেন। নমুনা পরীক্ষায় এ দিন বিকেলে প্রকাশিত রিপোর্টে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের করোনা পজেটিভ রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত গণমাধ্যমকে বলেন, ডিসি স্যার এখন সুস্থ আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পুরোপুরি সুস্থতার জন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার দোয়া চেয়েছেন।

আহমেদ সাদাত জানান, জেলায় করোনা রোগী ধরা পড়ার পর থেকে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আরও পড়ুন:
৭৫ দিনপর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি চালু হয়েছে
ছেলের সামনে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালো স্বামী
মার্কিন সংবাদিক রিচি‘কে প্রেসিডেন্ট হাউজেই ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, পিপিএম, বিপিএম (বার) জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সুস্থতা কামনা করে জেলাবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। জেলা প্রশাসক দ্রুত সুস্থ হয়ে আবারো জেলাবাসীর সেবায় নিয়োজিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

এদিকে শনিবার (৬ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আরো ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় ডিসিসহ মোট ১১১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

জুন ০৬, ২০২০ at ২৩:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/তআ