মেসিকে নিয়ে সতর্ক বার্সা

করোনা ধাক্কা কাটিয়ে স্প্যানিশ লা লিগা মাঠে ফেরার আগে বার্সেলোনা ভক্তদের জন্য উদ্বেগের খবরই সামনে এলো। স্পেনের একাধিক সংবাদ মাধ্যমের খবর, অনুশীলনে চোট চেয়েছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।

আর্জেন্টাইন তারকা বুধবার সকালে দলের সঙ্গে অনুশীলনও করেননি। জিমে সময় কাটিয়েছেন। আর এতেই উদ্বেগ আরো বেড়েছে।

বার্সেলোনা ক্লাব বলছে, মেসির কোনো চোট সমস্যা নেই। কিন্তু লিগ শুরু হলে যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক বেশি ম্যাচ খেলতে হবে তাই সতর্কতার অংশ হিসেবেই মেসিকে কিছু বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে সংবাদ মাধ্যমে খবর, মঙ্গলবার অনুশীলনে ডান পায়ে চোট পেয়েছেন মেসি। আর সে কারণেই অনুশীলন করেননি। অ্যাবডাক্টরে চোট কাটিয়ে উঠতে ১০ দিন সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে করোনা পরবর্তী বার্সার প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়েও সংশয় থাকছে।

এর দুদিন আগে ১১ জুন ফের লা লিগা মাঠে গড়াবে।

বৃহস্পতিবার বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলন নেই। সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ কিকে সেতিয়েন। শুক্রবার সকালে অনুশীলন করবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ও পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দলটা। মেসি এদিন পুরোদমে অনুশীলনে ফিরলেই হয়তো সব সংশয় কেটে যাবে।

দেখার বিষয় কি হয়।

জুন ০৪, ২০২০ at ১৮:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর