যুবরাজের বিরুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া

‘ক্ষমা চাও যুবরাজ সিং।’ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট ভক্তদের অনেকেই এই দাবি তুলেছেন। ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো।’ – এই হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে উত্তাল এখন সোশ্যাল মিডিয়া।

তা কি এমন করেছেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক?

করোনা লকডাউনের মাঝে সম্প্রতি রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দেন যুবরাজ। সেই আড্ডাতে যুবরাজের কথার একটি অংশ ভাইরাল হয়েছে। সেখানে যুবরাজ নাকি জাতি বিদ্বেষী মন্তব্য করেছেন। এমন দাবিই তুলেছেন অনেকে।

আরও পড়ুন :
ছেলেরা ‘ক্রাশ’ খাওয়ায় খুশি জাহানারা
বর্ণবাদ আছে ক্রিকেটেও: গেইল
অনূর্ধ্ব-১৯ দলে অনেক বেশি স্লেজিং করত কোহলি : রুবেল

রোহিত-যুবরাজের এই আড্ডায় হঠাৎই এসেছিল যুজবেন্দ্র চাহাল প্রসঙ্গ। সেখানেই চাহালকে নিয়ে মজা করে মন্তব্য করেছিলেন যুবরাজ।

ভারতীয় লেগ স্পিনার চাহালকে নিয়ে অবশ্য সতীর্থদের অনেকেই মজা করেন। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং চাহালের কাণ্ডকীর্তির জন্য। ভারত অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত আছেন এই দলে।

এভাবেই মজার ছলে চাহালকে নিয়ে যুবরাজও ঠাট্টা করেছিলেন। কিন্তু ‘যুবরাজ জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন’ বলে দাবি তুলেছেন অনেক ভক্তরা। তাই তাকে ক্ষমা চেয়ে নিতে বলছেন। যুবরাজের মুখে এমন ভাষা শোভা পায় না বলেও মন্তব্য করছেন ভক্ত।

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে প্রতিবাদের ঝড় উঠেছে।

জুন ০৩, ২০২০ at ১০:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর