এক দিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন।

মঙ্গলবার (২ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আরও পড়ুন :
প্রথমবারের মতো এক রোহিঙ্গার করোনায় মৃত্যু
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক ফুটবলার নুরুর মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে পীরের মৃত্যু

তিনি জানান, নতুন মৃত্যু ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৫০ টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৭০ টি। এর মধ্যে শনাক্ত ২ হাজার ৯১১ জন। এ নিয়ে মোট শনাক্ত ৫২ হাজার ৪৪৫ জন। এছারাও গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হলেন বলে তিনি জানান।

জুন 0২, ২০২০ at ১4:57:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/এমএআর