মারা গেছেন যশোর-২ আসনের সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন ষ্ট্রোক রোগে আক্রান্ত ইন্তেকাল করেছেন। (ইন্না……….রাজিউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর আড়াইটা দিকে ঝিকরগাছা পুরন্দপুরস্থ বাসায় ষ্টোক রোগে আক্রান্ত হলে তাকে যশোর জিডিএল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিন টার সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং ষ্ট্রোক জনিত কারণে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে বাঁকড়া এলাকার মানুষ একজন গুনিজনকে হারালো।

আরও পড়ুন:
রাকিবুলের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি ছিল লিবিয়ার জিম্মিকারীদের
এগোল এসএসসির ফল প্রকাশের সময়
কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

জানা যায়, মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে পয়লা জানুয়ারী ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ওয়াজেদ আলী খান ও মাতার নাম কুলসুম ওয়াজেদ। তিনি মুকুন্দপুর মাদ্রাসায় লেখাপড়া জীবন শুরু করেন। এরপর ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় ভর্তি হন। ঐ মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলারোয়া হামিদপুর মাদ্রসা হতে ১ম বিভাগে আলিম ও ২য় বিভাগে ফাজিল এবং কুমিল্লা ধামতিয়া কামিল মাদ্রাসা হতে ১ম শ্রেণিতে কামিল পাস করেন। তিনি ইসলামী শিক্ষার (অনার্স) ১ম শ্রেণি ও এমএ ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন।

মুহাদ্দিসআবু সাঈদ মাদারীপুর জেলার বাহাদুরপুর কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসাবে প্রথম চাকুরী জীবন শুরু করেন। সেখান হতে জালঝাড়া ফাজেল মাদ্রাসায় উপ-অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। সর্বশেষ তিনি যশোর সদর উপজেলার পদ্মবিলা ফাজেল মাদ্রাসায় অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন।

মুহাদ্দিস আবু সাঈদের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। তিনি ১৯৮৮ সালে ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসাবে তিনি অনেক সুনাম অর্জন করেন। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করে পরাজয় বরণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজয় বরণ করেছিলেন এবং ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে জয়লাভ করে যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিকভাবে তিনি জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ছিলেন এবং সর্বশেষ যশোর দক্ষিণাঞ্চলের নায়েবে আমীর হিসাবে দায়িত্বে ছিলেন।

আগামীকাল সকাল সাড়ে ৯ টায় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ঝিকরগাছা বিএম/এমএল হাই স্কুল মাঠ, ১১ টায় বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও সাড়ে ১১ টায় মুকুন্দপুর আলিম মাদ্রাসা মঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। ১২ টার সময় বাঁকড়া গ্রামের নিজ পারবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মে ৩০, ২০২০ at ২০:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এসএস