সিরাজগঞ্জে ওসিসহ নতুন আরও ১১ জনের করোনা শনাক্ত

চার পুলিশ সদস্যসহ সিরাজগঞ্জে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৯ পুলিশসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৮ জনে।

শনিবার (৩০ মে) দুপুরে সিভিল র্সাজন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রির্পোট এসেছে। এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ হলেও বাকী ৮৩ জনের নেগেটিভ এসেছে।

আরো পড়ুন:
করোনার মাঝে কেন উত্তপ্ত চীন-ভারত সীমান্ত?
আগামীকাল প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল
বরগুনার তালতলীতে মাস্ক ছাড়াই সচেতনতামূলক কর্মসূচিতে

সিভিল র্সাজন র্কাযালয়ের পরিসংখ্যান র্কমর্কতা হুমায়ুন কবির জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জের ৩,শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ জন করে রয়েছেন।

আক্রান্ত চার পুলিশ সদস্য হলেন, সলঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি), সহকারি উপ-পরির্দশক ও ডিবি পুলিশের দুজন কনস্টেবল। এ নিয়ে জেলায় মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংর্স্পশে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।

মে ৩০, ২০২০ at ১৬:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/আরএইচ