বরগুনার তালতলীতে মাস্ক ছাড়াই সচেতনতামূলক কর্মসূচিতে এসিল্যান্ড

বরগুনার তালতলীতে শনিবার সকাল ১০টায় করোনা আক্রান্তের বাড়ি লকডাউন এবং শহরের প্রধান সড়কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এসিল্যান্ড মোঃ সেলিম মিয়া। তালতলী বাজারের বিভিন্ন দোকানপাট ঘুরে যাদের মুখে মাক্স নেই তাদেরকে সতর্ক করেন।

পরবর্তীতে মাক্স ছাড়া যদি কাউকে পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে। এদিকে তালতলীতে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় সে বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে ।

এ বিষয়ে মোঃ সেলিম মিয়া জানান, তালতলীতে প্রথম করো না রোগী ধরা পড়ায় সে বাড়িসহ আশেপাশে কয়েকটি বাডি লকডাউন করা হয়েছে। ওই বাড়িতে লাল নিশান টাঙানো হয়েছে যাতে ওই বাড়ি থেকে কোনো লোকজন বের হতে না পারে এবং বাহিরের কোন লোকজন ওই বাড়িতে প্রবেশ করতে না পারে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন সব রকমের সহযোগীতা করবে।

মে ৩০, ২০২০ at ১৩:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিকে/আরএইচ