রাণীশংকৈলে ১ মাদ্রাসার শিক্ষক নতুুন করে করোনায় শনাক্ত

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ মে বৃহস্পতিবার নতুন করে একজন মাদ্রাসার শিক্ষক করোনায় শনাক্ত হয়েছেন। তিনি বাঁশবাড়ি গ্রামের আমানুল্লার ছেলে হাফেজ মোঃ মাহবুব আলম(২৩)। সে ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষক এবং ক’দিন আগে ঢাকা থেকে রাণীশংকৈল ফেরত এসেছেন। গতকাল রাত ৯ টায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে যথারীতি রানীশংকৈল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে মর্মে, টিএইচএ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী জানান।

প্রসঙ্গত বর্তমানে এ হাসপাতালে এ নিয়ে ৪ জন করোনা রোগি ভর্তি আছেন এবং ইতোমধ্যে ৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরো পড়ুন:
জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের নগদ সহায়তা দিলেন এমপি দুদু।
লক্ষ্মীপুরে ২০ বছর পর জায়েদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

 

রাণীশংকৈলসহ জেলায় গতকাল মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজুর রহমান সরকার।

মে ২৯, ২০২০ at ১৬:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইচকে/আরএইচ