সর্বোচ্চ সংখ্যক পরীক্ষায় রেকর্ড রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত এক দিনের শনাক্তে এটিই সর্বোচ্চ।

শুক্রবার (২৯ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আরও পড়ুন:
যমুনায় নৌকাডুবি: আরও দু’জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ চার
জয়পুরহাটে আশ্রয়ন প্রকল্পে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা
সিরাজগঞ্জে নতুন করে এক পুলিশ সদস্যসহ আক্রান্ত ২

তিনি জানান, নতুন মৃত্যু ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১ টি। এর মধ্যে শনাক্ত ২ হাজার ৫২৩ জন।

ডা. নাসিমা সুতলতানা জানান, শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩৬। এ পর্যন্ত দুই লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী রোগী শনাক্তের হার ২২ দশমিক ৩৩। এছারাও গত ২৪ ঘণ্টায় ৫৯০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরলেন বলে তিনি জানান।

মে ২৯, ২০২০ at ১৫:৪৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিকে/তআ