দোকান ভাড়া মওকুফ করলেন ঝিনাইদহ পাগলা কানাই মধু মার্কেটের মালিক

এই প্রথম ঝিনাইদহ শহরে করোনা দুর্যোগ মুহূর্তে প্রায় লক্ষাধিক টাকা দোকান ভাড়া মওকুফ করলেন পাগলাকানাই মধু মার্কেটের মালিক মধু ভাই।

শুক্রবার বিকালে ঐ মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

আরো পড়ুন :
ঈমাম মুয়াজ্জেমদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন শিবগঞ্জের ইউএনও
গাইবান্ধায় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পটুয়াখালী জেলায় মসজিদসমূহে অনুদান বিতরণ

দেশে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ঘোষণার পর অন্যান্য অঞ্চলের মতো এই বাজারেও দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাতে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রবল আর্থিক সঙ্কটে পড়ে যান। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ঝিনাইদহ শহরের পাগলা কানাই নামক স্থানে ৪তলা ভবন বিশিষ্ট মার্কেটের প্রায় চল্লিশটি দোকানের চলতি মে মাসের ভাড়া মওকুফ করে দেন তিনি। তাতে সব মিলে লক্ষাধিক টাকার ভাড়া মওকুফ করলেন তিনি। এতে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এজন্য তারা মধু ভায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ধরনের সিদ্ধান্ত একটি নজিরবিহীন মানবিক উদ্দ্যোগের উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে দোকান মালিক মধু ভাই বলেন, এই পরিস্থিতিতে ভাড়াটিয়া দোকানিদের প্রতি দোকান মালিকরা ভাড়া মওকুফ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ বলে আমি মনে করেছি।

মে ২৩, ২০২০ at ১৮:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএল/এএডি