পটুয়াখালী জেলায় মসজিদসমূহে অনুদান বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণে জেলার সকল মসজিদসমূহের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনে সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

আরো পড়ুন :
এমপি ও ডিসি’র ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন : ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির ঈদ সামগ্রী বিতরণ
রাণীশংকৈলে আরো ২ জন করোনা রোগী শনাক্ত

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে এবং মাস্টার ট্রেনার আবদুল হালিম এর সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান।

এসময় জেলা প্রশাসনের এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ঈমাম, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ৮টি উপজেলার ৫হাজার ৬শত ৫৬টি মসজিদ সমূহের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুদান ১ কোটি ৮২ লক্ষ ৪০হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া সারা বাংলাদেশে ২লক্ষ ৪৪ হাজার ৪৩ টি মসজিদ সমূহের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুদান ১২ কোটি ২লক্ষ ১৫হাজার টাকা প্রদান করা হয়েছে।

মে ২৩, ২০২০ at ১৭:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকে/এসসি/এএডি