সহযাত্রীক ফাউন্ডেশনের পক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সিরাজগঞ্জের ১০০ হতদরিদ্র পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষে “সহযাত্রীক ফাউন্ডেশনের” পক্ষ থেকে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ২টায় আমরা সবার জন্য শ্লোগানকে বুকে ধারণা করে ঢাকায় বসবাসরত সিরাজগঞ্জে দীপ্তময় কিছু তরুণের উদ্দ্যােগে সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী মহল্লায় “সহযাত্রীক ফাউন্ডেশনের” অস্থায়ী কার্যালয় থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ তুলে দেন “সহযাত্রীক ফাউন্ডেশন” মেম্বারগণেরা।
“সহযাত্রীক ফাউন্ডেশনের” সভাপতি মোঃ মাজহারুল ইসমাল মুন্না সভাপতিত্বে এবং মোঃ মহসিন রেজা অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের পরিচালক মোঃ শেখ আরমান মিলন, সাব্বির আহমেদ, আনোয়ারুল কবির পলাশ, তৌকির আহমেদ, মিজানুর রহমান রকি প্রমুখ।
এসময় মোঃ মহসিন রেজা অনিক বলেন, করোনার কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা অসহায় হয়ে পড়েছেন। আমাদের সংগঠন সহযাত্রীক ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আগামীতে আমাদের এধারা অব্যাহত থাকবে।