স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশবাড়ী‘র উদ্যোগে খাদ্যসামগ্রী বিরতণ

স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশবাড়ী (SAP), বীরগঞ্জ, দিনাজপুরের উদ্যোগে করোনা বিপর্যস্ত ২ নং পলাশবাড়ী ইউনিয়নের ৪ শ ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পলাশবাড়ী ইউনিয়নের কিছু উদ্যমী তরুণ ২০১২ সাল থেকে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার আয়োজন, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও ভর্তি সংক্রান্ত ব্যাক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:
চ্যাম্পিয়ন কলম্বিয়ার সারা লোপেজ
২৪ মে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাবনা
দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪, শনাক্ত ১ হাজার ৬৯৪

তারই ধারাবাহিকতায় পলাশবাড়ীর সাবেক কয়েকজন শিক্ষার্থীর পৃষ্ঠপোষকতায় করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পরা এলাকার মানুষের মাঝে ৪৫০ প্যাকেট ঈদ উপহার (সেমাই, চিনি, দুধ ও চাল) বিতরন করে।

শুক্রবার (২২ মে) সকালে পলাশবাড়ী এম এস গোপাল আদর্শ কলেজে গিয়ে দেখা যায় একদল তারুণ উপহারের উপাদান সামগ্রী প্যাকেটিংয়ে ব্যাস্ত। জানতে চাইলে সংগঠনের অন্যতম সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্যই আমরা স্লোগানকে সামনে নিয়ে নিজেদের আত্মার প্রশান্তির জন্যই আমাদের এ আয়োজন।’

মেহেদি হাসান বলেন, এলাকার মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে সামান্য কিছু করার প্রয়াস। এছাড়াও জয়, সুশীল, নুরনবী, জাকেনূর, অতুল, মাহমুদুল, সুমন, জুয়েল, জাজেনূর, ইউনূস, শ্যামল, শাহ আলম, রেদয়ান বলেন, করোনার এই দুঃসময়ে (SAP) এর মাধ্যমে এলাকার মানুষকে সহায়তা করতে পেরে নিজেদের অত্যন্ত আনন্দিত মনে করছি।

মে ২২, ২০২০ at ১৮:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/পিআর/তআ