মহাসড়কে চেকপোস্ট তুললো পুলিশ, ঈদে নিজস্ব পরিবহনে বাড়ি ফেরা যাবে

রাজধানী থেকে বের না হতে দেয়ার জন্য যে সকল গুরুত্বপূর্ণ চেকপোস্ট রয়েছে সেখান থেকে চেকপোস্ট তুলে নিয়ে নিয়মিত ডিউটি তল্লাশি রেখেছে পুলিশ। বলা হচ্ছে, ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে পারবেন মানুষ। তবে শর্ত হচ্ছে, পরিবহন হতে হবে নিজস্ব।

বৃহস্পতিবার (২১ মে) সরকারের নীতিনির্ধারণী মহলের পক্ষ থেকে পুলিশ সদরদপ্তরকে মৌখিক ভাবে এমন নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা পাওয়ার পর পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিষয়টি অবগত করে।

এরপরই রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট তুলে নিয়েছে পুলিশসহ অনান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি সূত্র বলছে, যদি কেউ গণপরিবহন ব্যতীত নিজস্ব পরিবহনে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি যেতে চান, সেক্ষেত্রে পুলিশ যেন তাদের জেরার সম্মুখীন না করেন এবং সহজে যেতে দেন।